পুলিশ ও ‘কানা জহির’ গ্রুপের গোলাগুলি, আহত ২

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে পুলিশের সঙ্গে কানা জহির গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে কানা জহির ও মাসুদ সিকদার নামের দুই ডাকাত আহত হয়েছেন। এসময় ৪টি ককটেল, ১ রাউন্ড রাইফেলের গুলি, একটি করে চাইনিজ কুড়াল ও স্পিডবোট জব্দ করে পুলিশ। শনিবার বিকেলে ৩টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশে কালীরচর গ্রামের বাচ্চু মেম্বারের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশ। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রুপের প্রধান নৌ-ডাকাত কানা জহিরসহ ৫ সহযোগী স্পিডবোটে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের পিছু নেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এ সময় পাল্টা গুলি ছোড়ে পুলিশও।

তিনি আরও জানান, পুলিশের গুলিতে কানা জহির ও তার সহযোগী মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে। পরে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।