পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফের সংঘটিত হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের সামনে নিউমার্কেট থানা পুলিশ তাদের আটকে দেয়।

সরেজমিনে দেখা গেছে, কলেজের পার্শ্ববর্তী গলি থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির সংঘর্ষের সময় আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তারা বিচার চাই স্লোগান দিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যেতে চাইলে টিচার্স ট্রেনিং কলেজের সামনে দাঁড়িয়ে থাকা নিউমার্কেট থানা পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা কলেজের ভেতর থেকে শিক্ষকরাও বেরিয়ে এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, পুনরায় যেন শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান সে বিষয়ে আমাদের চেষ্টার অব্যাহত রয়েছে। এখনো বেশ কিছু শিক্ষার্থী বাইরে বেরিয়ে ছিল তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজ থেকে শিক্ষকরাও এসেছিলেন। আমাদের সতর্ক অবস্থান রয়েছে। ফের কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই।

এর আগে, আজ দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।