সেলিনা আক্তার:
বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ আরও বাড়াতে ব্র্যান্ড-ক্রেতা প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বাংলাদেশে ব্র্যান্ড-ক্রেতা প্রতিনিধিদের সংগঠন বায়ার্স ফোরামের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।
বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে বৈঠকে এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, ভিএফ করপোরেশন, জেমো, সেলিও, গ্যাপ, ওউস, আউচান, সিএসএস, অ্যালুর সোর্সিং, অটো ইন্টারন্যাশনাল এবং এল কর্টেস এঙ্গেলসসহ ক্রেতা ও ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং এর টেকসই প্রবৃদ্ধির বিষয়ে কথা বলেন ক্রেতা প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ থেকে পোশাক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিজিএমইএ প্রশাসক। বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি তাদের অটুট সমর্থন ও সহযোগিতার জন্য বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
ক্রেতারা আগামীতেও এ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার হোসেন। বৈঠকে বিজিএমইএর সহায়তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।