নিজস্ব প্রতিবেদক:
সরকারি খাতে যে কোনো উন্নয়ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও প্রণয়নের আগে সাধারণ জনগণের মতামত নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন।
জানা গেছে, ইসি সচিব শফিউল আজিমকে সম্প্রতি পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। পরে ইসি সচিব সংস্থাটির অতিরিক্ত সচিবকে পরিকল্পনা কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসি সচিব শফিউল আজিম জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো আমি কিছু জানি না।’
পরিকল্পনা কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প/কর্মসূচি গ্রহণ ও প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণকল্পে বিনিয়োগ প্রকল্প বা কর্মসূচির প্রস্তাব (ডিপিপি) উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে পাঠানোর আগে সর্বসাধারণের মতামত নিতে হবে।
এক্ষেত্রে প্রকল্প বা কর্মসূচি সম্পর্কে মতামত প্রদানের সুবিধার্থে প্রকল্প বা কর্মসূচির প্রাথমিক তথ্যসহ অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদি যথা সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে), প্রকল্প গ্রহণের পটভূমি বা যৌক্তিকতা, প্রকল্প এলাকা, আর্থিক ও অর্থনৈতিক সম্ভাব্য ফলাফল, পরিবেশ ও সামাজিক প্রভাব, দুর্যোগের ঝুঁকি ও ঝুঁকি প্রশমন পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট নির্দেশক সম্বলিত অংশ উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশের পর মতামত প্রদানের জন্য অন্যূন দুই সপ্তাহ সময় দিতে হবে। মতামত প্রদানের জন্য মন্ত্রণালয় বা বিভাগের আইসিটি সেল কর্তৃক একটি কমেন্ট বক্স তৈরি করতে হবে। মতামত পাওয়ার পর উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংযোজন বা বিয়োজন ও পরিমার্জনপূর্বক ডিপিপি চূড়ান্ত করে অনুমোদন প্রক্রিয়াকরণের পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন কমিশন বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রকল্পসহ কয়েকটি প্রকল্প চলমান রেখেছে। এছাড়া বিভিন্ন সময় প্রশিক্ষণের জন্য প্রকল্প নিয়ে থাকে সংস্থাটি।