প্রচণ্ড গরমের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

আফরিন আক্তারঃ

বেশ কয়েকদিন ধরে তীব্র রোদ আর প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক শিক্ষার্থীদের জীবন। চরম দুর্ভোগ পোহাতে হয় ক্যাম্পাসবাসীকে। এমন পরিস্থিতিতে সোমবার (৬ মে) বিকেলে স্বস্তির বৃষ্টি নেমেছে ক্যাম্পাসে। যার মাধ্যমে কিছুটা হলেও প্রশান্তির পরশ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

এদিন সকাল থেকেই মুখ গোমরা করেছিল ইবির আকাশ। ফলশ্রুতিতে বিকেলে শীতল হাওয়ার সঙ্গে দেখা মেলে বৃষ্টির। সঙ্গে ছিল বজ্রপাত। এসময় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় দিয়ে ভিজছেন, করছেন বৃষ্টি বিলাস। কেউ মুক্ত পায়ে ফুটবল নিয়ে বেড়িয়ে পরেছেন বন্ধুদের সঙ্গে বৃষ্টি উপভোগ করতে। কেউ বা আবার টং দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে করছেন শৈশব, কৈশোরের স্মৃতি রোমন্থন।