প্রাইভেটকারে মিলল ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় মো. ইউসুফ (৩২) ও মো. মুসা (৩৮) নামে দুজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, প্রাইভেটকারটি ফেনসিডিলের একটি চালান নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম শহরে পৌঁছার আগেই চালানটি আটক করা হয়।

 

চট্টগ্রাম র‍্যাবের উপপরিচালক মো. সাদমান সাকিব বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্যগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা প্রায় সময় কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করে থাকেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ ফেনসিডিলসহ আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে