প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি, তবে…

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে তিনি প্রেসিডেন্ট পদ ছাড়তে আগ্রহী। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন জেলেনস্কি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, আমাকে যদি আপনারা এই চেয়ার থেকে সরে যেতে বলেন, তা করতে আমি প্রস্তুত রয়েছি। ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়েও আমি তা করতে পারি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করেন। এরপরেই জেলেনস্কি তার পদত্যাগের কথা জানালেন।

ট্রাম্পের এমন মন্তব্যের প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন, (ট্রাম্পের ওই মন্তব্যের কারণে) বিরক্ত হয়নি আমি, তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে আরও বলেন, ট্রাম্পকে তিনি ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান। তিনি চান কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়ে বড় ভূমিকা রাখুক মার্কিন প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেছেন, আমি আসলেই চাই, এটা মধ্যস্থতার চেয়ে বেশি কিছু হোক… এটি যথেষ্ট নয়।

২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন জেলেনস্কি। এরপর ২০২২ সালের ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা তিন বছর ধরে চলছে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। এরইমধ্যে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি।