প্লাস্টিক দূষণ রোধে জাতিসংঘের বৈঠক, একমত হয়নি দেশগুলো
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্টঃ
বৈশ্বিক প্লাস্টিক দূষণ রোধে এবারও কোনও সমাধান হলো না। ১০০টিরও বেশি দেশ প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপের পক্ষে থাকলেও তেল উৎপাদনকারী কিছু দেশ কেবল বর্জ্য ব্যবস্থাপনার দিকেই স্থির থাকতে চেয়েছে। ফলে চুক্তি নিয়ে আলোচনায় সোমবার (২ ডিসেম্বর) কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আলোচনার সভাপতি লুইস ভায়াস ভালদিভিয়েসো অবশ্য এখনও আশাবাদী। তিনি বলেছেন, আমরা অনেক ক্ষেত্রেই সফল হয়েছি। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতৈক্য প্রয়োজন।বৈশ্বিক প্লাস্টিক দূষণ রোধে এবারও কোনও সমাধান হলো না। ১০০টিরও বেশি দেশ প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপের পক্ষে থাকলেও তেল উৎপাদনকারী কিছু দেশ কেবল বর্জ্য ব্যবস্থাপনার দিকেই স্থির থাকতে চেয়েছে। ফলে চুক্তি নিয়ে আলোচনায় সোমবার (২ ডিসেম্বর) কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আলোচনার সভাপতি লুইস ভায়াস ভালদিভিয়েসো অবশ্য এখনও আশাবাদী। তিনি বলেছেন, আমরা অনেক ক্ষেত্রেই সফল হয়েছি। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতৈক্য প্রয়োজন।জাতিসংঘের পঞ্চম আন্তঃসরকারি আলোচনাকারী কমিটির বৈঠকটি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছে। দেশগুলো কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত করতে ও আলোচনার জন্য পরে আবার সমবেত হতে সম্মত হয়েছে।আলোচনায় চুক্তির মূল কাঠামো নিয়ে দেশগুলোর মতপার্থক্য ছিল। সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে ছিল প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপ, প্লাস্টিক পণ্যের ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিপজ্জনক রাসায়নিক নিয়ে আলোচনা। তাছাড়া, উন্নয়নশীল দেশগুলোর জন্য চুক্তি বাস্তবায়নে অর্থায়নের বিষয়টি নিয়েও তারা একমত হতে পারেনি।
সৌদি আরবসহ কিছু তেল উৎপাদনকারী দেশ প্লাস্টিক উৎপাদন কমানো প্রচেষ্টার বিরোধিতা করেছে। তবুও, গ্রীনপিসের প্লাস্টিক ক্যাম্পেইনের নেতা গ্রাহাম ফোর্বস বলেন, এই বৈঠক সম্পূর্ণ বৃথা যায়নি।
তিনি বলেছেন, বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করা ১০০টিরও বেশি দেশ এমন একটি চুক্তির জন্য এগিয়ে এসেছে যা প্লাস্টিক উৎপাদন কমাবে, মানবস্বাস্থ্য রক্ষা করবে ও প্লাস্টিক দূষণ সংকট সমাধানে প্রয়োজনীয় রূপান্তরের জন্য অর্থায়ন নিশ্চিত করবে। আমি মনে করি, তাদের একছাতার নিচে আনতে পারাটাও এটি একটা ইতিবাচক দিক।
বৈশ্বিক প্লাস্টিক উৎপাদন হ্রাসের একটি দিকনির্দেশনা পাওয়া গেছে পানামার প্রস্তাবে। এটি ১০০টিরও বেশি দেশের সমর্থন পেয়েছে। অন্যদিকে, আরেকটি প্রস্তাব ছিল যেখানে উৎপাদন সীমা অন্তর্ভুক্ত ছিল না।
বৈঠকের সভাপতির পক্ষ থেকে রবিবার প্রকাশিত একটি সংশোধিত নথিতে এই বিভাজন স্পষ্টভাবে ধরা পড়ে। তবে, এই নথি ভবিষ্যতে একটি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।