ফরিদপুরে জুট মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরে একটি জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জুট মিলের ভেতরে হঠাৎ করেই আগুন দেখতে পান শ্রমিকরা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মিলটিতে দীর্ঘদিন ধরে পাটের সুতা তৈরি করা হয়। আগুনে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।