![ফরিদপুরে ‘পিকান’ প্রকল্প উদ্বোধন](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/10-4.webp)
ফরিদপুর প্রতিনিধি:
পাঁচটি অসংক্রামক রোগ প্রতিরোধে ফরিদপুরে তিন বছর মেয়াদি একটি প্রকল্প উদ্বোধন হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চের সহায়তায় গতকাল বুধবার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এর উদ্বোধন হয়।
প্রকল্পটির নাম পারটিসিপিটরি অ্যাঙ্গেজমেন্ট ফর সিটি কমিউনিটিস এগেইনস্ট এনসিডি রিস্ক ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল (পিকান)। বাংলাদেশ ও নেপালের মতো দেশের শহরাঞ্চলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা প্রতিরোধের অংশ হিসেবে চালু হয়েছে প্রকল্পটি। এর আওতায় নগরবাসীকে সচেতন করে তোলা ও নিজের রোগ নিজে চিহ্নিত করার উদ্যোগ নিতে কাজ করা হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করলে ও খাদ্যাভাসে পরিবর্তন আনা গেলে এ জাতীয় রোগ থেকে দূরে থাকা সম্ভব।
সেখানে আরও বক্তব্য দেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড ফট্রেল, জোয়ানা মরিসন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সামাদ প্রমুখ।