
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বইপ্রেমীদের উদ্যোগ ‘বইঘাটা’র সপ্তম প্রকাশনা ‘সাঁতার-২০২৫’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে প্রকাশনার মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডায় মিলিত হন সাংস্কৃতিক কর্মীরা।
নাট্যজন ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে লিটল ম্যাগাজিন ‘সাঁতার’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, নারী নেত্রী অধ্যাপক শিপ্রা রায়। প্রকাশনার ইতিবৃত্ত তুলে ধরেন সাঁতার সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ জুনায়েদ পারভেজ বাবু। নতুন প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে বইপড়ার আন্দোলনকে পাড়ায় মহল্লায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
প্রকাশনা আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন খন্দকার মাহফুজুল আলম মিলন। শুভেচ্ছা বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন, অধ্যাপক রেজভী জামান, কবি জাহাংগীর খান, বাচিক শিল্পী আবু সুফিয়ান চৌধুরি কুশল , কবি অরবিন্দ চক্রবর্তী, চামেলী বসু, মাহফুজ রিপন, রঞ্জিত দাস, গাজী লিটন প্রমুখ।
পাঠক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আহমেদ জালাল। সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, শিশুশিল্পী রাইমা ও মেধা, তবলা সঙ্গত করেন বর্ণ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি গালিব রহমান।