ফরিদপুরে সুহৃদের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন দরিদ্ররা

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

ফরিদপুর প্রতিনিধি:

সুহৃদ সমাবেশ ফরিদপুর আয়োজিত শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেড় শতাধিক দরিদ্র রোগী বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র, ইসিজি, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক পরীক্ষা সহ বিভিন্ন মেডিকেল টেস্ট করিয়েছেন সেখানে।

‘উচ্চরক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণ করি, স্ট্রোক-হার্ট অ্যাটাক ও কিডনি রোগ প্রতিরোধ করি’ এবং ‘ব্লাড গ্রুপিং জানি, নিয়মিত রক্ত দান করি’ এই দুই প্রতিপাদ্য নিয়ে ছিলো ক্যাম্পের আয়োজন। সহযোগিতায় ছিলেন ডা. মিজানুর রহমান, ডা. এমরান হোসেন, ডা. আল আমিন সরোয়ার, ডা. হাসিবুল হাসান, সমাজসেবক আবু সায়েম খান ও সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট।
বাংলাদেশ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় আফটার স্কুল মাকতাবের চত্বরে আয়োজন করা হয় এই ক্যাম্পের। সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অবরাব নাদিম ইতু এবং বাংলাদেশ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ হাজ্জাজের তত্ত্ববধানে দরিদ্র অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। এই ক্যাম্পে পাঁচজন চিকিৎসক, দশজন মেডিকেল স্টুডেন্ট ও আয়োজক সংগঠনের দশজন স্বেচ্ছাসেবক অংশ নেন। অতিথি হিসেবে যোগদান করেন অভিনেতা খাইরুল আলম সবুজ ও নাট্য ব্যক্তিত্ব ড. বাবুল বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।