ফুটপাতে থেকে কাভার্ডভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কল্যাণপুরে এক কাভার্ডভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম মো. জাবের উদ্দিন (৪৫)। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ কল্যাণপুরের সোহরাব ফিলিং স্টেশনের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাবের উদ্দিন লক্ষ্মীপুরের রামগতি থানার টুনচর গ্রামের মৃত মোশাররফ হকের ছেলে। তিনি চট্টগ্রামে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার চার সন্তান রয়েছে। জাবের নাসরিন পরিবহনের কাভার্ডভ্যান চালাতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (এমপি) দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দারুসসালাম থানা এলাকার সোহরাব ফিলিং স্টেশনের সামনের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই ইমরান হোসেন রাজু বলেন, ‘নিহতের ডানহাত ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহতের স্বজনদের বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকার বাবুবাজারে মালপত্র নিয়ে এসেছিলেন জাবের। এরপর সেখান থেকে তিনি আরেকটি ট্রিপ নিয়ে সাভারের আশুলিয়ায় যাচ্ছিলেন। পথে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নিহত জাবের উদ্দীনের ভাই জায়েদুল ইসলাম মান্না বলেন, ‘পুলিশের মাধ্যমে আমরা ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পাই। পরে ঢাকায় এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।’