ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

ফের ভেঙে পড়েছে ভারতের যুদ্ধবিমান। রবিবার রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তবে পাইলট অক্ষত রয়েছেন। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। পাইলটকে ডাক্তারদের নজরদারিতে রাখা হয়েছে।

 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোয়া উপকূলের কাছে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা দপ্তরের মুখ্য জনসংযোগ কর্মকর্তা মেহুল কারনিক বলেন, পাইলট নিজেকে সুরক্ষিতভাবে ইজেক্ট করেছেন। তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে ২০১৯ সালের নভেম্বরে মিগ ২৯কে আরেকটি যুদ্ধবিমান গোয়ার রাজধানী থেকে ৩০ কিমি দূরে গিয়ে ভেঙে পড়ে। ঘাঁটি থেকে টেক অফ করার পর এক ঝাঁক পাখির গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।