ফের সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এরই মধ্যে দুপুরের পরে কলেজের নামফলক আবারো খুলে নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর আগেও সিটি কলেজের নাম হলো একবার খুলে নেয় তারা। তখন ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরপর একাধিকবার পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বারবার থেমে থেমে সংঘর্ষ হতে থাকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এতে দুই কলেজের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক তুলে নিয়ে যায়। নিউমার্কেট এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং উত্তেজিত। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই কলেজের এই সংঘর্ষের কারণে বরাবরের মতো সাধারণ মানুষজন রাস্তাটি ব্যবহার করতে ভয় পাচ্ছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে। আমরা এখন সিটি কলেজের সামনে আছি। রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি। তবে শিক্ষার্থীরা মাঝেমধ্যে ইট পাটকেল নিক্ষেপ করছে।