ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে তিনটি ‘ককটেল’ নিক্ষেপ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে রাশিয়ার কনস্যুলেটে তিনটি ‘ককটেল’ নিক্ষেপ করা হয়েছে। ফরাসি পুলিশ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা নিশ্চিত করে জানিয়েছে, তিনটির মধ্যে দুটি ডিভাইস বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিএফএম টিভি জানিয়েছে, বিস্ফোরক ডিভাইসগুলো ছিল মূলত ‘মলোটভ ককটেল’। সেগুলো কনস্যুলেটের বাগানে গিয়ে পড়েছিল। কনস্যুলেটের কর্মীদের ভবনের ভেতরে রাখা হয়। পুলিশ কনস্যুলেটের চারপাশে একটি সুরক্ষা বেষ্টনী জোরদার করে। ঘটনায় তদন্ত চলছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে।

ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে এবং ইউরোপীয় ও কানাডিয়ান নেতারা চলমান ইউক্রেনের যুদ্ধ-প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে কিয়েভে জড়ো হওয়ার সময় এই ঘটনা ঘটল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মার্সেইয়ে রুশ কনস্যুলেট জেনারেলের ভূখণ্ডে যে বিস্ফোরণ ঘটেছে, তাতে সন্ত্রাসী হামলার সব চিহ্ন রয়েছে।