বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের তিন বিচারপতির শ্রদ্ধা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগের নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন। বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিন বিচারপতি।বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের অভ্যন্তরে প্রবেশ করেন এবং প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে দোয়া করেন। এছাড়া তারা বঙ্গবন্ধু মিউজিয়াম এবং মিউজিয়ামের অভ্যন্তরে অবস্থিত গণগ্রন্থাগার পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় ব্যয় করেন।