বঙ্গমাতার সমাধিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী ও তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা। আজ মঙ্গলবার (০৮-০৮-২০২৩ইং) সকাল ৯:৩০ মিনিটে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব তামজীদ বিন রহমান তূর্য এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা করেন।
দোয়া প্রার্থনা শেষে তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আমাদের ইতিহাসের এক অসাধারণ ত্যাগী বিজয় লক্ষী নারী। আজ তার ৯৩ তম জন্মবার্ষিকী। জন্মের আনন্দ যখন বেদনার অশ্রুতে তখন সে এক অনির্বচনীয় অনুভূতি। যার কোন প্রকাশ নেই।
বেগম মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা এই যে উত্তরণ বঙ্গবন্ধুর জীবনে সংগ্রাম, স্বাধীকার থেকে স্বাধীনতার সংগ্রাম-এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী নয়, তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ সহযোদ্ধা। বঙ্গবন্ধুর একেবারে কাছের একজন সহকর্মী। সংকটে সংগ্রামে পেছন থেকে যিনি বঙ্গবন্ধুকে প্রেরণা ও শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও মহানগর উত্তর এবং দক্ষিন এর নেতাকর্মীবৃন্দ।