বনশ্রীতে স্বর্ণ লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করায় প্রতিবাদ জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

তারা দাবি জানিয়ে বলেছেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। অন্যদিকে খোয়া যাওয়া মালামালও উদ্ধার হয়নি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট থাকলেও তাদের ধরতে পারছে না কেউ। সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর ম্যাসেজ চেক করলেই তো আসামি ধরা যায়। ঘটনার ৭ দিন পার হলেও এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ব্যবসায়ীরা দাবি জানিয়ে বলেন, পুলিশ নিরব ভূমিকা পালন করছে। পুলিশ আমাদের জানমালের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ সমিতির অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।