বনানীতে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে ককটেল বিস্ফোরণের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহŸায়ক আবদুল আলিম নকিসহ ১০ নেতাকর্মীকে দুই বছর সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা মেহেদী হাসান মিশু, মিজান ব্যাপারী, মহব্বত আলী মোল্লা, আমিনুল ইসলাম হিমেল, আবদুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, রোকন শেখ, গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক রোডে মানববন্ধন কর্মসূচির সময় আসামিরা লাঠিসোটা হাতে রাস্তার যানবাহন ভাঙচুর শুরু করেন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করেন। এ ঘটনায় বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে একটি মামলা করেন।