বর্তমানে কোন মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে কর্মরত নেই : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এ. কে. এম. রহমতুল্লাহ’র টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আ. ক. ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ১৯৫৯ সালের ৩০ মে। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকুরীকাল হবে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত। বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকুরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানান তিনি।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (িি.িসড়ষধি.মড়া.নফ ড়ৎ ভভ.সড়ষধি.মড়া.নফ), সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হয়। চাকুরীরত বা চাকুরীরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশরা, স্ত্রী বা সন্তানরা ভাতা পান।