বাংলাদেশকে যারা অচল করার চেষ্টা করেছে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নোয়াখালী (চাটখিল) প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না। দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
রবিবার (৮ অক্টোবর) বিকালে নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন করুক, যতই কিছু করুক, কিছুই পাবে না। কারণ, জনগণের শক্তিই হলো আসল শক্তি।’
বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচি নিয়ে সরকার ভীত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ৯০ দিন টানা জ্বালাও পোড়াও করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। জনগণ আর অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী চলবে দেশ।’
পুলিশ বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে পুলিশ। বিগত ১০ বছরে পুলিশ বাহিনীতে অনেক পরিবর্তন হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে এ বাহিনী।’
এ সময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন উপস্থিত ছিলেন।