বাংলাদেশে ইফতার, রোজা রাখছেন কি না প্রশ্নে মোক্ষম জবাব পিয়ার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

বিনোদন ডেস্ক রিপোর্টঃ
স্বামী পরমব্রতর হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন পিয়া চক্রবর্তী। ব্যক্তিগত সফরে ঢাকায় এসে পরিচিতজনদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন এই জুটি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন স্থানে।এরই মধ্যে ঢাকা সফরে একাধিক ইফতার দাওয়াতে অংশ নিতে দেখা গেছে পরমব্রত-পিয়াকে। হালিম থেকে শাহি কোর্মা, বিরিয়ানি থেকে চিকেন-মাটনের অজস্র আইটেম দিয়ে ইফতার সেরেছেন নবদম্পতি।
সেসব ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেটিজেনদের একজন কটাক্ষ করে প্রশ্ন ছোড়েন, ‘রোজা রাখছেন নাকি?’ যার মোক্ষম জবাব দিয়েছেন পরমব্রতপত্নী। ওই ব্যক্তির মন্তব্যের জবাবে পিয়া লিখেছেন, ‘না, তবে সকালের খাবারের পর থেকে উপোস ছিলাম। বিকালে এখানে ফাটিয়ে খেয়ে নিব বলে’। ইফতার পার্টিতে গিয়ে কব্জি ডুবিয়ে খেয়েছেন তা স্পষ্ট জানিয়েছেন পিয়া চক্রবর্তী।
প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় ট্রলের শিকার হয়েছেন পিয়া। এতকিছুর পরও সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করেননি তিনি। ইনস্টাগ্রামে এখনও প্রাক্তন স্বামীকে ফলো করেন এই সমাজকর্মী। যা নিয়েও রীতিমতো ট্রলের মুখে পড়তে হয় পিয়াকে।তবে এসবের কোনো কিছুকেই পাত্তা দেন না পরম-পিয়া। বিয়ের পরের সময়টুকু বেশ ভালোভাবেই পার করছেন এই দম্পতি। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। যার সবশেষ সংযোজন হলো বাংলাদেশের রাজধানী ঢাকাতে।