বাংলাদেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন, মব কিলিং, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসাররে দাবিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনগুলোর আহ্বানে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ সভা শুরু হয়।

সাংস্কৃতিক কর্মী অসীমা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রফিকুল হাসান খান জিন্না। এরপর উদীচী শিল্পীগোষ্ঠী ও সত্যেন সেন পারফর্মিং আর্টসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় পথনাট্য ও সংগীত। শিল্পীরা অন্তর্র্বতী সরকারের সময়ে বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া ছিনতাই, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও উগ্রবাদীদের দ্বারা শিক্ষক হয়রানির চিত্র তুলে ধরেন।

জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার বিবরণ তুলে ধরে বক্তব্য দেন দেওয়ান গৌস সুলতান, শেখ নূরুল ইসলাম, আবু মুসা হাসান, নাজমা বেগম, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, স্মৃতি আজাদ, উর্মি মাজহার, ফয়েজুর রহমান খান, আলিমুজ্জামান, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাদ হোসেন, আবিদ আলী, ড. আনিসুর রহমান আনিস, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, নজরুল ইসলাম অকিব প্রমুখ।