বাগ্বিতণ্ডায় জড়িয়ে জরিমানা গুনল প্রাইম ব্যাংক

এক ম্যাচের জন্য নিষিদ্ধ অধিনায়ক

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন তুন ঘটনা নয়। প্রায় প্রতি আসরেই লিগ চলাকালীন এ নিয়ে আলোচনা সমালোচনা হয়। তবে এবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এবার বিতর্ক কমাতে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু তেমনটি দেখা যায়নি।

আসরের প্রথম দিনেই গেল সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে এক আউট নিয়ে দেখা গিয়েছিল বিতর্ক। যা নিয়ে খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিটের মতো। যে ঘটনায় মাঠে রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুর।

গেল পরশু উদ্বোধনী দিন বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। ৪৮.৪ ওভারে দলটি ২১৬ রান সংগ্রহ করে। জবাবে স্কোর বোর্ডে ১৬ রান তুলতেই হারায় তিন উইকেট। এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। তবে ২৩ রান থাকাকালীন রান আউটের ফাঁদে পড়েন প্রাইম ব্যাংকের এই অধিনায়ক। এমন আউট মেনে নিতে পারছিলেন না তিনি। সেটা নিয়েই শুরু হয় বিতর্ক।

একপক্ষ নিশ্চিত ছিল যে, ব্যাটিং প্রান্তে পৌঁছানোর আগেই শুকুর রান আউট হয়েছেন। অন্যপক্ষের দাবি, আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না। এই সিদ্ধান্ত ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে দলের প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনায় জড়ান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়েছে। যদিও পরে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে তিন উইকেটে জয় নিয়েই মাঠ ছেড়েছিল শুক্কুররা।

পরে গতকাল প্রাইম ব্যাংকের ওপর নেমে আসে শাস্তি। মাঠে বাগ্বিতণ্ডায় জড়ানোর কারণে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুনেছেন। এদিকে অধিনায়ক শুধু জরিমানা গুনেই ছাড়া পাচ্ছেন না, হয়েছেন এক ম্যাচ নিষিদ্ধও। কেননা জরিমানার পাশাপাশি শুকুরকে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এর আগে তার নামের পাশে ছিল একটি ডিমেরিট পয়েন্ট। ফলে মোট ৪ পয়েন্ট হওয়ায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।