বাদ রিঙ্কু-গিল, লারার চোখে ভারতের বিশ্বকাপ দলে যারা

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

মাস খানেক পরই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা আসরটি সামনে রেখে এরই মধ্যে প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাকি দলগুলোও এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড সাজানোর কাজে। এবার বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কাদের সুযোগ পাওয়া উচিত, স্টার স্পোর্টসে নিজের পছন্দের ১৫ জনের স্কোয়াড সাজালেন লারা। তাতে নাম রয়েছে একাধিক আইপিএল তারকার। বাদ পড়েছেন একাধিক প্রথম সারির ক্রিকেটার।

সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কু সিংকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অটোমেটিক চয়েজ ভাবা হয়। যদিও চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এবার রিঙ্কুকে বাদ দিলেন লারা। কিংবদন্তি এই ক্রিকেটারের পছন্দের দলে নাম নেই শুভমান গিল, লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারেরও।

ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গে স্কোয়াডে যশস্বী জসওয়ালকে রেখেছেন লারা। উইকেটকিপার হিসেবে রিশভ পন্তে আস্থা রেখেছেন। সঞ্জু স্যামসনকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে জায়গা দিয়েছেন তিনি।

দলে দু’জন পেসার অল-রাউন্ডার রয়েছেন। হার্দিক পান্ডিয়া আইপিএলে চমক দিতে না পারলেও তাকে বিবেচনায় রেখেছেন লারা। শিবাম দুবেকেও রেখেছেন ১৫ জনের স্কোয়াডে। লারার বেছে নেওয়া ভারতীয় স্কোয়াডের বোলিং বিভাগেও চমক রয়েছে।