বাস-ইজিবাইক সংঘর্ষে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

দিনাজপুর প্রতিনিধি: 
দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও তার স্ত্রী মালতি হাসদা (৫০)। আহতরা হলেন- ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহতদের নাতি সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন দিনাজপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গল মুর্মু ও মালতি হাসদা ইজিবাইকযোগে নাতি বিপ্লব হালদারের বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য শহরের শেরশাহ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।