বাসযাত্রী সেজে চালের বস্তায় করে গাঁজা পাচার করতে গিয়ে ধরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাসযাত্রী সেজে চালের বস্তায় করে ১০ কেজি গাঁজা পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ রহমত মোল্লারটোলা গ্রামের বিশারত (৭০) ও কালীগঞ্জ মালোপাড়া গ্রামের মজিবুর রহমান (৫১)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দুই ব্যক্তি কুমিল্লা থেকে চালের বস্তায় করে গাঁজা নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টহল দল শুক্রবার রাতে বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ডে যাত্রী সেজে অবস্থান নেয়। এ সময় গ্রেপ্তারকৃতরা বস্তা নিয়ে বাস থেকে নামার পর তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া বিশারত এ চক্রের হোতা। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রয় করত।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।