বাসায় মিলল অভিনেতার মরদেহ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

মাত্র ৩৬ বছর বয়সে চলে গেলেন ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা ললিত মনচন্দা। সোমবার (২১ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের মেরুটের নিজ বাসা থেকে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে আলাদা একটি কক্ষে ঘুমাতে যান লালিত। পরদিন সকালে পরিবারের একজন ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ঘটনাস্থল তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পুলিশের ধারণা, ললিত আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।

গত ১২ বছর ধরে টিভি শোয়ের পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ললিত। সম্প্রতি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এরপরও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছিলেন ললিত।

আর্থিক সংকটের কারণে তিনি প্রায় ছয় মাস আগে মীরত ফিরে যান এবং তার ভাইয়ের বাড়িতে প্রহলাদ নগরের লিসাদি গেট এলাকায় থাকতে শুরু করেন। লালিতের সঙ্গে ছিল তাঁর স্ত্রী তারু মঞ্চন্দা এবং তাদের দুটি সন্তান ১৮ বছর বয়সী ছেলে উজ্জ্বল ও মেয়ে শ্রেয়া।