বাহরাইনের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্টিং ডেপুটি অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং মহাপরিচালক (দ্বিপাক্ষিক) রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন আলী আল খালিফার সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (১০ মার্চ) বাহরাইনের মহাপরিচালকের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১০ মার্চ বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্টিং ডেপুটি অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং মহাপরিচালক (দ্বিপাক্ষিক)-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দূতাবাসের দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস উপস্থিত ছিলেন।