সাইফুল ইসলাম:
বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সাত থানায় ১১টি মামলা করা হয়েছে।
এসব মামলায় বিএনপির ৫৪৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া দারুসসালাম, উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার (৩০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি অবস্থান করে গাড়িতে আগুন দেওয়া, গতিরোধ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনায় এখন পর্যন্ত সাত থানায় ১১টি মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ৪৬৯ বিএনপির নেতাকর্মীকে এবং অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে ৭০ থেকে ৮০ জনকে। মোট আসামির সংখ্যা ৫৪৯ জন। এর মধ্যে কদমতলী থানার মামলায় এজাহারভুক্ত ৭০ আসামি, যাত্রাবাড়ী থানার দুই মামলায় এজাহারভুক্ত আসামি ২১৮, উত্তরা পশ্চিম থানার দুই মামলায় আসামি ৩১, উত্তরা পূর্ব থানার তিন মামলায় আসামি ১০০, সূত্রাপুর থানার মামলায় আসামি ২৫, বংশাল থানার মামলায় আসামি ২৫। এসব মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরও অনেককে। এছাড়া বিমানবন্দর থানায় অজ্ঞাত পরিচয়ে আসামি ৭০ থেকে ৮০ জন।