নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপিপন্থী ও সমমনা দলের আইনজীবীরা আগামী রোববার (১৪ জানুয়ারি) সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে তাদের এ কর্মসূচি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টে এক জরুরি সংবাদ সম্মেলনে ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের চিফ কনভেনর এডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে, টানা ৭৫ দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা।