বিএসএমএমইউতে পার্ক করে রাখা ১১ বাসে আগুন

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পার্ক করে রাখা ১১টি বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে শাহবাগ মোড় দখলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থকরা। এ সময় ধাওয়া খেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঢুকে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন তারা। একপর্যায়ে বিএসএমএমইউতে ঢুকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের খুঁজতে থাকে এবং সেখানে থাকা গাড়িতে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ১১টা পর্যন্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ চলেছে। পরে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছায়।

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।