ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সাময়িক বিভ্রাটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুকুন্দপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
মুকুন্দপুর স্টেশনের মাস্টার পরশ আলী শিকদার বলেন, আজমপুর স্টেশন থেকে রওনা দেওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিকল ইঞ্জিন নিয়ে ট্রেনটি ধীরে ধীরে মুকুন্দপুর স্টেশনে পৌঁছায়। ইঞ্জিন সমস্যার কারণে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা স্টেশনে থেমে থাকে। পরে আখাউড়া জংশন থেকে একটি নতুন ইঞ্জিন সংযোগ করা হয় এবং সকাল ১০টা ২৭ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
স্টেশন মাস্টার বলেন, এই সময়ে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়ের সামান্য বিলম্ব ছাড়া অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়, যা যাত্রীদের মধ্যে স্বস্তি এনে দেয়।