
বিনোদন ডেস্ক :
ইন্ডাস্ট্রির যে কোনও ঘটনায় সোচ্চার হওয়া থেকে শুরু করে ব্যক্তি আক্রমণ, নানা কারণে বরাবরই সরব হতে দেখা গেলে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে। এবার ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে বিতর্কের জড়িয়েছেন এ পরিচালক। জ্যোতিরাও ফুলের চরিত্রে যেখানে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু সেই ছবি নিয়ে আপত্তি জানায় ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার কারণে সেন্সর সার্টিফিকেট পেতে দেরি হয়।
এই প্রসঙ্গে অনুরাগ বলেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি মুত্রত্যাগ করি।’ যা নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।। এবার তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে বিতর্কের জড়িয়েছেন এ পরিচালক। জ্যোতিরাও ফুলের চরিত্রে যেখানে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু সেই ছবি নিয়ে আপত্তি জানায় ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার কারণে সেন্সর সার্টিফিকেট পেতে দেরি হয়।
এই প্রসঙ্গে অনুরাগ বলেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি মুত্রত্যাগ করি।’ যা নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।। এবার তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।তার কথায়, ‘আজ তারা সবাই আমার জন্য কষ্ট পেয়েছে। আমার পরিবারও আমার জন্য কষ্ট পেয়েছে। অনেক বুদ্ধিজীবী, যাদের আমি শ্রদ্ধা করি, আমার কথা শুনে আহত। রাগের কারণে আমি কারও সস্তা মন্তব্যের জবাবে এটি লিখেছিলাম।’
পরিচালকের কথায়, ‘আমি আমার রাগ নিজের মধ্যেই রাখব। আর যদি আমাকে কোনও বিষয় নিয়ে কথা বলতেও হয়, তাহলেও আমি সঠিক শব্দ ব্যবহার করব। আশা করি আপনারা আমায় ক্ষমা করবেন।’
একইসঙ্গে অনুরাগ উল্লেখ করেন, এই অশালীন ভাষার জন্য তার সমস্ত সহকর্মী, বন্ধুবান্ধব, পরিবার এবং সমাজের সকলের চোখে তিনি অনেকটা ছোট হয়ে গিয়েছেন। তাই ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখবেন।