চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিয়ের অনুষ্ঠানে যাওয়া অতিথিদের কাছ থেকে চুরি করা নগদ সাড়ে চার হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং এক জোড়া সোনার কানের দুল উদ্ধার করে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার রামু থানাধীন মরিচ্যা স্কুল পাহাড় এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী জেনি বেগম ওরফে রাশিদা বেগম ওরফে কালাবাহারনি (২৬), চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী রেলস্টেশন এলাকার মৃত ছাবের আহমদের ছেলে নুর মোহাম্মদ এবং ১৩ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী। তারা বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন চেয়ারম্যান ঘাটা এলাকার ভাড়া বাসায় বসবাস করেন।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসাইন নিউজ পোস্টকে বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্র। তারা অতিথি সেজে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিথিদের কাছ থেকে কৌশলে টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করে থাকে। সোমবার রাতে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এমন অভিযোগ পেয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রাতেই চুরির মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারদের আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।