বিশ্বকাপ দলে থাকার মতো কিছু করিনি : রেকর্ড সেঞ্চুরিয়ান ম্যাকগার্ক

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

অস্ট্রেলিয়ার ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে সবচেয়ে দ্রুততম (২৯ বল) সেঞ্চুরি করেছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। সেটি এখন অতীত, এরপর অজিদের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতেও তিনি দুই ম্যাচ খেলে ফেলেছেন। বিগ ব্যাশের পর সাম্প্রতিক সময়ে আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ম্যাকগার্ক আবারও আলোচনায়। কিন্তু তরুণ এই ওপেনার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। যা নিয়ে মোটেও আক্ষেপ নেই ম্যাকগার্কের।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। যার জন্য গত সপ্তাহে স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে সেখানে আলোচনায় থাকা ম্যাকগার্ক ও অভিজ্ঞ স্টিভ স্মিথের জায়গা মেলেনি। অথচ অস্ট্রেলিয়ার সাবেক দুই অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং অ্যারন ফিঞ্চ দাবি জানিয়েছিলেন ম্যাকগার্ককে বিশ্বকাপ স্কোয়াডে রাখার জন্য। পরে তাকে বিশ্বকাপ দলে না রাখা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে ম্যাকগার্ক কী ভাবছেন সেটি নিয়েও আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের।

২২ বছর বয়সী এই তরুণ ব্যাটার দলে জায়গা না পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই এবং পারফর্ম করে গেলে ভবিষ্যতে সুযোগ পাবেন বলে জানিয়েছেন। ‘উইলো টক’ পডকাস্ট–এ ম্যাকগার্ক বলেন, ‘আমার মনে হয় না যে, আমি এমন অবস্থান তৈরি করেছি যার জন্য আমাকে (অন্য কারও জায়গায়) দলে নেওয়া হবে। দেখুন বিশ্বকাপ ক্রিকেট আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে একদম আলাদা।’

দেড় মাস আগেও তিনি আলোচনায় ছিলেন না বলেও জানান ম্যাকগার্ক, ‘দুটি দিক থেকে বিষয়টি দেখতে পারেন। প্রথমত ‘‘আমি নিজেকে প্রমাণের জন্য কী করেছি’’, দ্বিতীয়ত ‘‘দেড় মাস আগেও আমি দৃশ্যপটে ছিলাম না।’’ তাদের (নির্বাচক) নিশ্চয়ই খুব ভালো ধারণা আছে যে দেড় মাস আগে আমাদের দলের কী অবস্থা ছিল, সেটির কতটা উন্নতি হয়েছে এবং বিশ্বকাপ দলের সঙ্গে তার একটি যোগসূত্র তৈরি করতে চেয়েছেন।’

এরপরই স্কোয়াডের থাকা তারকা ক্রিকেটারদের ভিড়ে নিজের জায়গা পাওয়াটা কঠিন বলে যুক্তি দিয়ে দেখিয়েছেন ম্যাকগার্ক, ‘দলে জায়গা বের করা সহজ নয়। ওপেনার হিসেবে সেখানে আছেন ডেভিড ওয়ার্নার। তিন সংস্করণেই তিনি আমাদের সর্বকালের সেরা ওপেনার। আছেন ট্রাভিস হেডও; আইপিএলে তিনি জ্বলে উঠেছেন। শুধু আইপিএল কেন, গত দেড় বছর ধরে তিনি কী করে চলেছেন, তা সবাই দেখেছে। এরপর ধরুন মিচেল মার্শ। তিনি আমাদের অধিনায়ক। আবার ব্যাটিংয়েও সমানভাবে আলো ছড়িয়ে চলেছেন।’

মূল স্কোয়াডে জায়গা না পেলেও, ট্রাভেলিং রিজার্ভে সুযোগ পেতে চান ম্যাকগার্ক, ‘পাঁচ ছয় নম্বরেও নিজেকে রাখতে পারছি না আমি। কারণ টিম ডেভিড, ক্যামেরন গ্রিনদের মতো খেলোয়াড়রা এই পজিশনে মোটামুটি থিতু হয়ে গেছেন। আমি বিষয়টি এভাবে দেখছি। স্কোয়াড ঠিকই আছে। দলে জায়গা পেতে আমার হাতে সময়ও তো রয়েছে অনেক। আমাকে যদি কোনোভাবে ট্রাভেলিং (রিজার্ভ) প্লেয়ার হিসেবেও দলের সঙ্গে রাখা হয়, তাহলে ব্যাপারটি আমার জন্য এক দারুণ সুযোগ হবে। অনেক কিছু শেখা হবে আমার।’