বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জেনে নিন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

ক্রীড়া ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি। দশটি দল মূল টুর্নামেন্টের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের।

প্রস্তুতি ম্যাচের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে তিনটি। গুয়াহাটি, হায়দরাবাদ ও থিরুভানান্থাপুরাম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর।

 

 

প্রস্তুতি ম্যাচের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই দিন দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান থিরুভানান্থাপুরামে এবং নিউ জিল্যান্ড-পাকিস্তান হায়দরাবাদে মুখোমুখি হবে। পরের দিন স্বাগতিক ভারত মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২ অক্টোবর। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটিও গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। স্কোয়াডে থাকা ১৫ জনেরই মাঠে নামার সুযোগ থাকছে।

প্রস্তুতি ম্যাচের সূচি:

২৯ সেপ্টেম্বর

বাংলাদেশ-শ্রীলঙ্কা; বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান; গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্থাপুরাম

নিউ জিল্যান্ড-পাকিস্তান; রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ

 

৩০ সেপ্টেম্বর

ভারত-ইংল্যান্ড; বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস; গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্থাপুরাম

 

২ অক্টোবর

বাংলাদেশ-ইংল্যান্ড; বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা; গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্থাপুরাম

 

৩ অক্টোবর

আফগানিস্তান-শ্রীলঙ্কা, বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

ভারত-নেদারল্যান্ডস; গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্থাপুরাম

পাকিস্তান-অস্ট্রেলিয়া; রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ