‘বৈয়াম পাখি ২.০’ নিয়ে অ্যালেন স্বপনের সঙ্গে জেফার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় পর্বে নাসির উদ্দিন খানের সঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী জেফারকে। তাদের নিয়ে চরকি প্রকাশ করেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। গানটিতে কণ্ঠও দিয়েছেন নাসির উদ্দিন খান ও জেফার।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বৈয়াম পাখি ২.০’ গানে জেফার কেবল কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন। এর আগে চরকির সিনেমা ‘মনোগামীতে’ অভিনয় করেছিলেন জেফার। এবার প্রথমবারের মত তাকে দেখা যাবে সিরিজে।

অউঠঊজঞওঝঊগঊঘঞ
ঞবপয ংঃড়পশ ারফবড় ৩ ৫ঋবন২৫ঞবপয ংঃড়পশ ারফবড় ৩ ৫ঋবন২৫
অষবহ ঝধিঢ়ধহ.ঈড়াবৎ
‘বৈয়াম পাখি ২.০’ গানের দৃশ্যে নাসির উদ্দিন খান ও জেফার। ছবি: সংগৃহীত

‘অ্যালেন স্বপন’ সিরিজ দেখার কারণে চরিত্রটি নিয়ে আগে থেকেই ধারণা ছিল জেফারের। সিরিজের নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি।

জেফার বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র বলেই আমি অভিনয় করতে রাজি হই। কিন্তু আমি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানেও কণ্ঠও দিয়েছি।’

গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়াভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’