বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতাকারী চিকিৎসকদের অপসারণ দাবি

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী চিকিৎসক-কর্মচারী আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগ সরকারের পক্ষে শান্তি সমাবেশ করা স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টদের অপসারণ করে দুর্নীতি অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক ডা. মোহাম্মদ সফিকুল কবীর জুয়েল, ডা. রেজানুর রহমান সোহেল, ডা. জাকিয়া সুলতানা, ডা. এ কে এম মহিউদ্দিন ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১৮ আগস্ট) এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সহযোগীরা ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনের বিরোধীতা করে রাজপথে মিছিল করে। এছাড়া বিগত ১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে তারা। তাদের আগামী ২০ আগস্টের মধ্যে অপসারণ করতে হবে। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধান করে বিচারের আওতায় আনতে হবে।
এতে আরও বলা হয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ নেতা, সাবেক আওয়ামী সরকারের স্বাস্থ্যমন্ত্রীর ডান হাত বলে পরিচিত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি বিগত ১৫ বছর যাবত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে স্বাস্থ্যখাতে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য করেছেন। এই কাজে তার অন্যতম সহযোগী সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পুত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩ আগস্ট স্বাচিপের অন্যান্য নেতাদের সঙ্গে শান্তি মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় আহমেদুল কবীরকে। শেখ হাসিনাসরকার পতনের সঙ্গে সঙ্গে ভোল পাল্টে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিতের আশ্বাসসহ নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করেন। তাই এই স্বৈরাচারের দোসরকে এখনই অপসারণ না করতে পারলে স্বাস্থ্যখাতে আবার আওয়ামী লুটপাট কায়েম হবে।