
ক্রীড়া ডেস্ক:
ব্যালন ডি’অর বিতর্ক এখনো পিছু ছাড়েনি। গতবার এই পুরস্কার নিয়ে ফুটবলবিশ্বে ব্যাপক আলোচনা হয়েছিল। দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রকে অনেকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার মনে করলেও শেষ পর্যন্ত পুরস্কার উঠেছিল ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির হাতে। রিয়াল মাদ্রিদ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং ফ্রান্স ফুটবলের আয়োজিত জমকালো অনুষ্ঠান বয়কট করে। এবার ব্যক্তিগতভাবে এই বিষয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস। জানালেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত তার একার ছিল না, বরং ক্লাবের নির্দেশেই তিনি প্যারিসে যাননি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর বিতর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন ব্রাজিলিয়ান তারকা। অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ক্লাব আমাকে যা করতে বলেছে, আমি তাই করেছি। তারা মাদ্রিদে থাকতে বলেছে, তাই আমি সেটাই করেছি। এতে কোনো সমস্যা নেই। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’
ব্যালন ডি’অরের দৌড়ে শেষ পর্যন্ত ছিলেন ভিনিসিয়ুস, তবে পুরস্কার না পাওয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি। ‘আমি কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। তবে যখন এতটা কাছে চলে আসেন, তখন সেটা জেতার ইচ্ছা থাকেই। কিন্তু আমার সামনে আরও অনেক সুযোগ আছে। এই ক্লাবের হয়ে আমি আরও বেশি ট্রফি জিততে চাই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি, আরও জেতার জন্য এখানে আছি’, বলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
শুধু ট্রফি জয় নয়, রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যের কথাও জানান তিনি। ‘আমি এখানে ইতিহাস গড়তে এসেছি। ক্লাব ও প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, সেটার প্রতিদান দিতে চাই। আরও গোল করতে চাই, আরও বেশি ম্যাচ খেলতে চাই। জয়ের স্বাদ পেয়েছি, এখন আমার ইতিহাস লেখা শুরু হয়েছে। আমি আরও চাই’, বলেন ভিনিসিয়ুস।
এখন তার নজর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে। ডার্বি ম্যাচ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এটা দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডার্বি হোক। মৌসুমজুড়ে এই বড় ম্যাচগুলোর জন্য অপেক্ষা করি, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। তাই ম্যাচটি নিয়ে আমি রোমাঞ্চিত।’