নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে নুর আলম নামে (৩০) এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর আলম চাঁদপুরের কচুয়া থানার চাপাতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।
নিহতের আত্মীয় রিমা আক্তার জানান, নুর আলম একজন শ্রমিক। আজ সকালের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ১২ নাম্বার রোডের ডি ব্লকের ৩৪৫ নম্বর বাড়ির ১৩ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।