ভাটারায় বিপুল পরিমাণ গাঁজাসহ পেশাদার কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. তাফসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভিকটিমের মৃত্যু সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে সে একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।তিনি আরও বলেন, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেপ্তারের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।