ভারত থেকে ৪৫০ মিলিয়ন ডলারের মিসাইল কিনছে ইন্দোনেশিয়া?

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

ভারত থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে পারে ইন্দোনেশিয়া। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে ৪৫০ মিলিয়ন ডলারের মিসাইল কেনা নিয়ে চূড়ান্ত আলোচনায় পৌঁছেছে ইন্দোনেশিয়া।

এই চুক্তি চূড়ান্ত হলে ফিলিপাইনের পর আসিয়ানের দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া ভারত থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে যাচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত মাসে ভারতে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

ডয়চে ভেলে বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাবোও সুবিয়ান্তো ব্রহ্মোসের সিইও’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসঙ্গে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান মুলাম্মদ আলির নেতৃত্বে একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল ব্রহ্মোস এরোস্পেস সদর দপ্তর পরিদর্শন করেছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ৪৫০ মিলিয়ন ডলারে ব্রহ্মোস মিসাইলের চুক্তি সম্পন্ন করতে পারে ভারত-ইন্দোনেশিয়া।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। দক্ষিণ এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ক্ষেপণাস্ত্র আকর্ষণ অর্জন করেছে।

অনেক বিশ্লেষকের ধারণা, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্দোনেশিয়া তার নৌশক্তি ও সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করতে এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে।