ভারতের আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ মানুষ

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে বন্যায় নয়টি জেলার চার লাখেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। এখন পর্যন্ত তিনজন মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, বাকসা, বরপেটা, দাররাং, ধুবরি, গোয়ালপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলায় ৪ লাখ ৭ হাজার ৭০০- এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। যদিও কিছু এলাকায় পানি কমেছে। কিন্তু পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যায় মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ক্ষতিগ্রস্ত জেলাজুড়ে শতাধিক ত্রাণ সহায়তার ক্যাম্প খুলেছে প্রশাসন। যেখানে ৮১ হাজার ৩৫২ জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পাঁচ জেলায় ১১৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। জানা গেছে, এক হাজার ১১৮ গ্রাম প্লাবিত। ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে ভারী বৃষ্টি ও বন্যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারাং জেলায় অনেক শহরাঞ্চলও প্লাবিত হয়ে গিয়েছে। আসাম কর্তৃপক্ষ জানিয়েছে, তেজপুর ও নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।