ভারতের কাছে পাকিস্তানে না যাওয়ার লিখিত ব্যাখ্যা চায় পিসিবি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি’কে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আবার ওই বার্তা পিসিবি’কে আনুষ্ঠানিকভাবে মেইল করে জানিয়ে দিয়েছে।

এখন আইসিসির মাধ্যমে বিসিসিআই-এর কাছে পাকিস্তান সফরে না আসার লিখিত ব্যাখ্যা চেয়েছে পিসিবি। এর আগে আইসিসি’কে বিসিসিআই বলেছে, ভারত সরকার ক্রিকেটারদের পাকিস্তানে সফরে যাওয়ার অনুমতি দেয়নি। কেন অনুমতি দেয়নি, তার লিখিত কারণ জানতে চেয়েছে পাকিস্তান। সঙ্গে ভারত আসরে অংশ নিতে চায় কিনা সেটাও লিখিতভাবে জানাতে বলেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। স্টেডিয়াম সংস্কার করেছে তারা। ক’দিন আগে ১০০ দিনের গণনা শুরু করেছে। এমন সময় ৮ দলের টুর্নামেন্টটি অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। সম্ভাব্য হাইব্রিড পদ্ধতির কথা বলা হচ্ছে। তবে পাকিস্তান এখনো দেশে সম্পূর্ণ টুর্নমেন্ট আয়োজনের সিদ্ধান্তে অনড়।

বিষয়টি নিয়ে পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘হাইব্রিড মডেলের কোন চিন্তাই করা হচ্ছে না।’ এর আগে ২০২৩ সালে পিসিবির আয়োজনে হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয়েছে। ওই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো অন্যত্র হয়েছিল এবং বাকি ম্যাচ হয়েছিল পাকিস্তানে। তবে ওই বছরই বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে পাকিস্তান দল। শর্ত ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলও পাকিস্তানে যাবে। কিন্তু কথার খেলাপ হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে পিসিবি ও পাকিস্তান সরকার।