আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ফিলিস্তিনের গাজার দক্ষিণে ইসরায়েলের নিরিম সীমান্তের কাছে গত শুক্রবার (১০ মে) অভিযান চালাতে যাচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় একটি ট্যাংক ভিমরুলের (বোলতা) বাসায় আঘাত হানে। এসময় বোলতার দল ইসরায়েলি সেনাদের আক্রমণ করে। বোলতার কামড় খেয়ে ১২ ইসরায়েলি সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের হাসপাতেলে ১০ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।