ভিসির বাসভবনে তালা না দিয়েই ফিরে গেলেন কুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যান। এ সময় তারা হ্যান্ডমাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছেন তাদের ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করে দেওয়ার আহ্বান জানান। এ সময় ভেতরে তখন উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন। একপর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর উদ্যোগের প্রতিবাদ জানান।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির সভাপতি, সিনিয়র শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধানসহ তিনিও ভিসির বাসভবনে বৈঠকে ছিলেন। ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছিল। এমন সময় ছাত্ররা ভিসির বাসভবনের প্রধান গেটে তালা লাগাতে সচেষ্ট হচ্ছিল। এ অবস্থায় সব শিক্ষক বেরিয়ে এসে ছাত্রদের সঙ্গে কথা বলেন। শিক্ষকদের কথা শুনে ছাত্ররা তালা না দিয়ে ফিরে যায়।’

শিক্ষার্থীরা জানান, রাতে তালা ভাঙার পর তারা সেখানে যান। এরপর সকাল সাড়ে ১০টার মধ্যে ভিসিকে বাসভবন ছাড়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু সময় পার হলেও ভিসি বাসভবনেই থাকেন। এ অবস্থায় বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের প্রধান গেটে তালা লাগাতে সচেষ্ট হয়। এ সময় শিক্ষকরা তালা দিতে বারন করেন। এরপর তারা ফিরে আসেন।