ভোটার তালিকায় নাম নেই ভারতের সাবেক বিমান বাহিনী প্রধানের স্ত্রীর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। সোমবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ।
এদিকে নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিতে গিয়ে ঝামেলার মুখে পড়েছেন ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক। মূলত ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পর ভোটার তালিকায় তিনি তার স্ত্রীর নাম খুঁজে পাননি।
আর এই ঘটনায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক ভোটার তালিকা থেকে তার স্ত্রী মধুবালার নাম মুছে ফেলায় সোমবার বিস্ময় প্রকাশ করেছেন। ৭৫ বছর বয়সী এসিএম নায়েক তার স্ত্রী এবং ৪৩ বছর বয়সী ছেলে বিনীতকে নিয়ে সোমবার সকালে পুনের স্যাম্পলিং স্কুল ব্যানার রোডের ২৬ নম্বর ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন
এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক পিটিআইকে বলেছেন, ‘আমি এবং আমার ছেলে ভোট দিতে পারলেও আমার ৭২ বছর বয়সী স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আমরা বিষয়টি সেখানকার কর্মকর্তার নজরে আনার পর তিনি বলেন- এই বিষয়ে তার কিছুই করার নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা হতাশ। ভোটার তালিকায় এ ধরনের বেশ কিছু নাম মুছে ফেলার ঘটনা লক্ষ্য করা গেছে। কেন এই ধরনের নাম মুছে ফেলার ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে হবে।’
ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান বলেছেন, ‘স্থানীয় কর্পোরেটরের দেওয়া প্রয়োজনীয় স্লিপগুলো নিয়েই আমরা ভোট কেন্দ্রে এসেছি। কিন্তু আমার স্ত্রীর নাম তালিকায় না থাকায় এটি কোনও কাজে আসেনি।’
সংবাদমাধ্যম বলছে, পুনের বর্তমান সংসদ সদস্য গিরিশ বাপটের মৃত্যুর পরে বিজেপি সাবেক মেয়র মুরলিধর মহলকে পুনে লোকসভা আসনে প্রার্থী করেছে। অন্যদিকে রবীন্দ্র ধাঙ্গেকরকে প্রার্থী করেছে কংগ্রেস। তিনি গত বছর কসবা বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করেছিলেন।
এদিকে সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা আসন-সহ দেশটির মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশটির ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং তেলঙ্গানার ১৭টি আসনের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার।
এছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনেও আজ ভোটগ্রহণ হচ্ছে।
সোমবার চতুর্থ দফার এই ভোটে ৯৬টি লোকসভা আসনে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার (৮ কোটি ৯৭ লাখ পুরুষ ভোটার এবং ৮ কোটি ৭৩ লাখ নারী ভোটার) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট ১ কোটি ৯২ লাখ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন।
চতুর্থ দফার ভোটে ৯৬টি আসনে মোট ১ হাজার ৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।