নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। নির্বাচন কমিশন (ইসি) এক পরিপত্রে সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছে।
তবে পরিপত্রে বলা হয়েছে, পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব অনুযায়ী রিটার্নিং অফিসার পুলিশের সঙ্গে পরামর্শ করে ব্যালট পৌঁছানোর ব্যবস্থা করবেন।
বাকি জায়গায় সব রিটার্নিং কর্মকর্তাকে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।